/anm-bengali/media/media_files/IXQa6H4VyNx1D5XwzQ6q.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুইডেনের আপিল আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখেছে যে গত এক দশক ধরে নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর একজন প্রাক্তন কর্মী রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তি করছিলেন।
জানুয়ারিতে ৪২ বছর বয়সী পেম্যান কিয়াকে গুপ্তচরবৃত্তি এবং গোপন তথ্য অননুমোদিতভাবে পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
অভিযুক্তের ছোট ভাই পায়াম কিয়াকেও গুপ্তচরবৃত্তির দায়ে ৯ বছর ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।