BREAKING: জোহানেসবার্গে পৌঁছালো ভারতীয় প্রতিনিধিদল ! “জয় হিন্দ” ধ্বনিতে মুখরিত হলেন প্রবাসী ভারতীয়রা

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছালো এনসিপি-এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদল। আর জোহানেসবার্গের এক হোটেলে পৌঁছানো মাত্রই “ভারত মাতা কি জয়” ও “জয় হিন্দ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা হোটেল প্রাঙ্গণ। উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হল ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের। ভারতীয় প্রতিনিধিদলের এই সফর ভারত-দক্ষিণ আফ্রিকা সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।

supriya sule.jpg