New Update
/anm-bengali/media/media_files/2025/05/13/3wLtysUGVkwKSV48NDOz.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে সায় মিলল। এর ফলে ৩ লাখ ৫০ হাজার ভেনেজুয়েলান অভিবাসীর ওপর থেকে ‘Temporary Protected Status’ বা TPS সুরক্ষা তুলে নেওয়া যাবে। তারা এখন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ঝুঁকিতে।
/anm-bengali/media/media_files/L1onfjwuXR7YBmSa76d1.jpg)
ট্রাম্প প্রশাসন ২০২১ সালে এই TPS বাতিল করতে চেয়েছিল। মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। এবার আদালত জানাল, এমন সিদ্ধান্তে প্রেসিডেন্টের ক্ষমতা আইনি সীমার মধ্যেই পড়ে। মানবাধিকার সংস্থাগুলি এই রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, ভেনেজুয়েলায় এখনো বিপর্যস্ত অবস্থা চলছেই। এই পরিস্থিতিতে এত মানুষকে ফেরত পাঠানো মানবিকভাবে বিপজ্জনক।
Supreme Court allows Trump to strip legal protections from 350,000 Venezuelans, potentially exposing them to deportation, reports AP
— Press Trust of India (@PTI_News) May 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us