New Update
/anm-bengali/media/media_files/A1cr2LEtQUtJeCGs4n7d.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার হামলার ফলে জ্বলছে ইউক্রেন। ইউক্রেনের দিকে দিকে একের পর বিস্ফোরণ ক্রমাগত লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে বর্তমানে জানা যাচ্ছে, ইউক্রেনের ক্রিভি রিহ শহরে ভয়ানক বিস্ফোরণ হয়েছে। যদিও বিস্ফোরণের ফলে হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি, তবে বিস্ফোরণের ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এছাড়াও বিস্ফোরণের ফলে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। ক্রিভি রিহ শহরের ডিফেন্স কাউন্সিলের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
⚡️ Oleksandr Vilkul, the head of the Kryvyi Rih Defense Council, confirmed the explosions in the city.
— FLASH (@Flash_news_ua) September 11, 2023
👉 Follow @Flash_news_uahttps://t.co/v4QfyPDaNK
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us