গ্রামে আচমকাই গোলাবর্ষণ, ভয়াবহ পরিস্থিতি!

ইউক্রেনের গ্রামে আচমকাই গোলাবর্ষণ হয়েছে। 

author-image
Aniket
New Update
fe

File Picture

নিজস্ব সংবদদাতা: ইউক্রেনের কুপিয়ানস্ক জেলায় গোলাবর্ষণ করেছে রাশিয়ান বাহিনী। আজ রাশিয়ানরা কুপিয়ানস্ক জেলার কুপিয়ানস্ক-ভুজলোভি গ্রামে গোলাবর্ষণ করেছে।

de

হামলার ফলে একটি ৫ তলা অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে আগুন লেগে যায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবভ এই হামলার বিষয়ে জানিয়েছেন।