আচমকাই শত্রু দেশ থেকে হামলা- ১১ মৃত্যু

আচমকাই হামলা হয়েছে।

author-image
Aniket
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: আচমকাই লেবাননে শত্রু দেশ ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে লেবাননের তরফে। লেবাননের রাষ্ট্রীয় দফতরের তরফে জানানো হয়েছে, মধ্য বৈরুতে ইসরায়েলি হামলা চাল হয়েছে, হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও ৪৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার লেবাননের রাজধানীর কেন্দ্রীয় এলাকায় দুটি ইসরায়েলি হামলা আঘাত হেনেছে, গত মাসে ইসরায়েল তার বিমান অভিযান বাড়ার পর বৈরুতে এই ধরনের তৃতীয় হামলা হয়েছে বলে লেবাননের তরফে জানানো হয়েছে।

 . . . . . . . . .