New Update
/anm-bengali/media/media_files/8YivEu54KlGxb3rOsejo.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার থেকে সুদানে দু'পক্ষের সেনার মধ্যে গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩০০ জন। খার্তুম শহরের পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক। খাদ্য, পানীয় থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থাও রসাতলে। এই অবস্থায় ঈদ উপলক্ষ্যে ৭২ ঘন্টা পর্যন্ত যুদ্ধবিরতির ডাক দিল আরএসএফ। তিনদিন গুলি চালানো থেকে বিরত থাকবে আরএসএফের সেনারা। ঈদ উপলক্ষ্যে গুলি চালানো থামলেও যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us