৪৫ জন রাশিয়ান পর্যটক নিয়ে ডুবে গেল সাবমেরিন - বিস্তারিত জানুন!

মিশরের লোহিত সাগরে হুরগাদা শহরের কাছে একটি সাবমেরিন ডুবে গেছে, যেখানে ৪৫ জন রাশিয়ান পর্যটক ছিলেন। ৬ জনের মৃত্যু নিশ্চিত, তদন্ত চলছে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মিশরে একটি সাবমেরিন ডুবে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, সাবমেরিনটিতে ৪৫ জন রাশিয়ান পর্যটক ছিল। বৃহস্পতিবার ভোরে মিশরের হুরগাদা শহরের কাছে লোহিত সাগরের এটি ডুবে যায়।

publive-image

রাশিয়ান দূতাবাস জানিয়েছে যে, সাবমেরিনে থাকা সকল যাত্রীই রাশিয়ান ছিলেন। এর মধ্যে কয়েকজন শিশু ছিল। এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে, সাবমেরিনটি হুরগাদা উপকূল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ডুবে যায়। মিশর ও রাশিয়ার কর্মকর্তারা সাবমেরিনটি কে উদ্ধার করার জন্য কাজ করে চলেছে।