মহাকাশে পৌঁছাতেই অসুস্থ শুভাংশু, বলছেন ‘নতুন করে হাঁটতে শিখছি’

দেশবাসীকে "নমস্কার" জানিয়ে শুভেচ্ছা পাঠিয়েছেন শুভাংশু।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shubhanshu

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সফলভাবে পৌঁছেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS)। স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুল ইতিমধ্যেই কক্ষপথে প্রবেশ করেছে এবং আজ বিকেল সাড়ে ৪টের সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডক করেছেন তারা।

প্রথম লাইভ কলেই দেশবাসীকে "নমস্কার" জানিয়ে শুভেচ্ছা পাঠিয়েছেন শুভাংশু। তিনি বলেন, "আমি এখনও জিরো গ্রাভিটিতে অভ্যস্ত হচ্ছি। ঠিক যেন হাঁটতে শেখা এক শিশু। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। অনেক ঘুমোচ্ছি, শিখছি কীভাবে চলতে ও নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়"।

শুভাংশু জানান, এই মিশন ভারতের মানব মহাকাশযান অভিযান এবং আগামী গগনযান প্রকল্পের এক গুরুত্বপূর্ণ ধাপ হতে চলেছে।

shubanshu shukla in airspace

মহাকাশযানের যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, "যখন যাত্রা শুরু হল, মনে হচ্ছিল সিট আমাকে জোর করে টেনে ধরছে। তারপর হঠাৎ কিছুই নেই! আমি শূন্যে ভাসছি। অসাধারণ এক অনুভূতি"।

প্রথম দিকে শরীর ঠিক সাড়া দিচ্ছিল না বলে জানান তিনি। তবে বর্তমানে তিনি অনেকটা সুস্থ বলে জানিয়েছেন খোদ মহাকাশচারী।