ক্রমশ চাপ বাড়ছে ট্রাম্পের ওপর ! এবার জেলেনস্কির পাশে দাঁড়ালেন স্টারমার

কি বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ?

author-image
Debjit Biswas
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা : এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় যোগ দেওয়ার কথা নিশ্চিত করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এই বিষয়ে ডাউনিং স্ট্রিট থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে,''স্টারমার অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও এই "পরবর্তী পর্যায়ের আরও আলোচনার" জন্য প্রস্তুত রয়েছেন এবং তিনি পুনর্ব্যক্ত করেছেন যে, ইউক্রেনের প্রতি তার সমর্থন "যতদিন প্রয়োজন" ঠিক ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে।'' এই বৈঠকের আগে স্টারমার বলেছেন যে, ''ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পথ প্রেসিডেন্ট জেলেনস্কিকে ছাড়া নির্ধারিত হতে পারে না।" 

zelenskyy