নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আলোচনা করলেন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা স্যার কিয়ার স্টারমার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবারের ইস্টারে এক ফোনালাপে দুই নেতা যুদ্ধ শেষ করার আহ্বান জানান।
/anm-bengali/media/media_files/2025/03/16/89TnR7yn5pDXXiOQ6PTt.jpg)
স্টারমার জানান, রাশিয়ার এই আক্রমণ শুধু ইউক্রেন নয়, গোটা গণতন্ত্রের উপর হুমকি। তিনি ইউক্রেনের পাশে থাকার বার্তা দেন এবং বলেন, “এই নিষ্ঠুর যুদ্ধ বন্ধ হওয়া উচিত।”অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহী। তবে ইউক্রেন বা পশ্চিমা শক্তিগুলোর পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের দুই বছর পর এমন বার্তালাপ ও আলোচনার ইঙ্গিত কিছুটা হলেও শান্তির আশায় নতুন আলো জ্বালাতে পারে।