‘শ্রীলঙ্কা যখনই বিপদে পড়েছে, তখনই ভারত পরিবারের মত পাশে দাঁড়িয়েছে’

'শ্রীলঙ্কায় বৌদ্ধধর্মের সূচনা এই স্থান থেকেই'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vetyh12z

File Picture

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণ সেরে ফিললেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সেই বিষয়ে অনুরাধাপুরার আত্মস্থান অধিপতি পাল্লেগামা হেমারথনা থেরো বলেন, “প্রধানমন্ত্রী মোদী দ্বিতীয়বারের মতো এখানে এসেছিলেন এবং আমরা খুবই খুশি যে তিনি এখানে এসেছিলেন। অনুরাধাপুরা মানুষের জন্য খুবই বিশেষ কারণ তারা ২৩০০ বছরের পুরনো বোধিবৃক্ষ দেখতে এই স্থানে আসেন। শ্রীলঙ্কায় বৌদ্ধধর্মের সূচনা এই স্থান থেকেই। এখানে স্তূপে বুদ্ধের ধ্বংসাবশেষ ছিল যা এটিকে অত্যন্ত বিশেষ করে তোলে। শ্রীলঙ্কা যখনই বিপদে পড়ে, তখনই বৌদ্ধধর্ম শ্রীলঙ্কার জন্য ভারতের সবচেয়ে বড় উপহার, ভারত একটি পরিবারের মতো দাঁড়িয়ে থাকে”।

vw24daq