BREAKING: ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা!

কে করল এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ ইসরায়েলি প্রতিযোগীদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

মাদ্রিদে প্রো-প্যালেস্টাইন প্রতিবাদকারীরা স্পেনের প্রথাগত ভুয়েলটা আ এস্পানিয়ার শেষ ধাপটি ত্যাগ করতে বাধ্য করার এক দিন পরে বক্তব্য রাখতে গিয়ে স্যাঞ্চেজ বলেন যে, ইসরায়েলি দলগুলোকে রাশিয়ার ক্রীড়াবিদদের মতো নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া উচিত, যেটি ইউক্রেনে মস্কোর আক্রমণের পর বাধ্য হয়েছিল।

Spain: Pedro Sánchez calls snap elections for April 28 | CNN