Starship মিশনে আংশিক সাফল্য, তিন নতুন ফ্লাইট আনতে চান মাস্ক

এবারের টেস্ট ফ্লাইটে আগের চেয়ে অনেক উন্নতি হলেও রি-এন্ট্রির আগে থেমে গেল Starship। এলন মাস্ক জানালেন পরবর্তী পরিকল্পনার কথা।

author-image
Debapriya Sarkar
New Update
elon musk.jpg

নিজস্ব সংবাদদাতা : আজকের স্পেসএক্সের পরীক্ষামূলক মহাকাশযাত্রা নিয়ে প্রতিক্রিয়া জানালেন সংস্থার সিইও এলন মাস্ক। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তিনি লেখেন, “Starship নির্ধারিত ইঞ্জিন কাট-অফ পর্যন্ত পৌঁছেছে, যা আগের ফ্লাইটের তুলনায় অনেক বড় অগ্রগতি।”

nasaaa

মাস্ক জানিয়েছেন, এবার উড়ান চলাকালীন স্টারশিপের হিট শিল্ড টাইলস খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি। তবে শেষমেশ যানটি পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসতে পারেনি। তাঁর মতে, “উড়ানের মাঝপথ ও রি-এন্ট্রি পর্যায়ে লিকের কারণে মূল ট্যাঙ্কের চাপ কমে যায়।” যদিও তিনি এটিকে মূল্যবান তথ্য হিসেবে দেখছেন ভবিষ্যতের উন্নতির জন্য। মাস্ক আরও জানিয়েছেন, পরপর তিনটি নতুন টেস্ট ফ্লাইট দ্রুত চালানোর পরিকল্পনা রয়েছে। তিনি আশা করছেন, প্রতিটি ফ্লাইটের মধ্যে ব্যবধান হবে তিন থেকে চার সপ্তাহ।

space x

উল্লেখ্য, এ বছরের জানুয়ারি ও মার্চ মাসেও দুটি টেস্ট ফ্লাইট হয়েছিল, তবে দুটোতেই ১০ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটেছিল।