নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কে ৯০ দিনের বিরতিতে কিছুটা স্বস্তি পেল দক্ষিণ কোরিয়া। তবে এই বিরতি যথেষ্ট নয়—এমনটাই জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী চেয়ং ইন-কিও। তিনি বলেন, "বিরতি ইতিবাচক পদক্ষেপ হলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত আলোচনা এখনো দরকার যাতে আমাদের দেশের ওপর শুল্কের প্রভাব যতটা সম্ভব কমানো যায়।"
/anm-bengali/media/media_files/2025/04/05/Xsm18yl9HAkUe2W0dzvW.jpg)
এই সপ্তাহে তিনি ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের আলোচনার মূল বিষয় ছিল ২৫% আমেরিকান শুল্ক যা দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর চাপানো হয়েছিল। চেয়ংয়ের মতে, এখনো অনেক বিষয়ে স্পষ্টতা আসা বাকি। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেই কৌশল নির্ধারণ করবে সিউল। এই বিরতি আলোচনা এগিয়ে নিতে সুযোগ দিলেও, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনো দৃষ্টি রাখতে হচ্ছে হোয়াইট হাউসের দিকেই।