BREAKING: দক্ষিণ কোরিয়ায় ভেঙে পরলো নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান ! নিহত ৪

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ দুপুরে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি পি-৩ প্যাট্রোল বিমান অজ্ঞাত কারণে ভেঙে পড়ে। এই বিমান দুর্ঘটনার ফলে ওই বিমানের চারজন সদস্য নিহত হন। আজ দুপুর ১টা ৪৩ মিনিটে,দক্ষিণ কোরিয়ার পোহাং শহর থেকে নিজের যাত্রা শুরু করেছিল এই বিমানটি। তারপরেই কোনও এক অজ্ঞাত কারণে হঠাৎ করেই ভেঙে পরে এই বিমানটি। এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে যে, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে এবং সাময়িকভাবে সব পি-৩ বিমান আপাতত বন্ধ রাখা হচ্ছে।

flight crash