New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) জিতে এক ইতিহাস গড়ে ফেললো সাউথ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ শিরোপা ঘরে তুললো সাউথ আফ্রিকা। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ২৭ বছর পর কোনও আইসিসি ট্রফি জিতল সাউথ আফ্রিকা। শেষবার তারা ১৯৯৮ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (তৎকালীন নকআউট ট্রফি) জিতেছিল। সাউথ আফ্রিকার ইতিহাসে এই জয় এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকল।
/anm-bengali/media/media_files/2025/06/14/BYFEjeLKemM6f1dQI0cK.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us