নিষিদ্ধ হতে চলেছে ধূম্ৰপান- দেশে নেওয়া হতে চলেছে বড় পদক্ষেপ

কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
smoking960__FitMaxWzk3MCw2NTBd

File Picture

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ফ্রান্সের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী ক্যাথরিন ভাউট্রিন বড় বার্তা দিয়েছেন।

cigarettes

 তিনি জানিয়েছেন, ফ্রান্সে সমুদ্র সৈকত, পার্ক এবং বাস স্টপের মতো শিশুদের যাতায়াতের জন্য উন্মুক্ত সকল স্থানে ধূমপান নিষিদ্ধ করা হবে। খুব শীঘ্রই এই মর্মে প্রস্তাব পাস করা হবে বলে জানিয়েছেন তিনি।