BREAKING: বড় চাল চেলে দিল স্লোভাকিয়া ! রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্যাকেজ পাশ করাতে পারলো না ইউরোপীয় ইউনিয়ন

কি করলো স্লোভাকিয়া ?

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : আবারও আটকে গেল রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ। সম্ভব হল শুধুমাত্র   স্লোভাকিয়ার বিরোধিতার কারণে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের এক বৈঠকে এই নিষেধাজ্ঞা অনুমোদনের প্রক্রিয়া আজ সম্পূর্ণ ভেস্তে যায়। কূটনীতিকদের মতে, স্লোভাকিয়া আজ সরাসরি এই প্যাকেজে আপত্তি জানিয়েছে, এবং মাল্টাও এই বিষয়ে কিছু প্রশ্ন তুলেছে।স্লোভাকিয়া মূলত ২০২৮ সালের মধ্যে রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার একটি পৃথক প্রস্তাবের বিরোধিতা করছে। উল্লেখ্য, রাশিয়ার উপর জ্বালানির নির্ভরতা এখনও স্লোভাকিয়ার অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে স্লোভাকিয়া আশঙ্কা করছে, গ্যাস আমদানির উপর নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 

nato russia.jpg