/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: স্লোভাকিয়া ইউরোপীয় ইউনিয়নের রাশিয়াবিরোধী ১৮তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে আর বাধা দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিসো। বৃহস্পতিবার তিনি বলেন, ইউরোপীয় কমিশনের কাছ থেকে গ্যাসের দাম ও সম্ভাব্য সংকট নিয়ে লিখিত আশ্বাস পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি নিয়ে দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য চলছিল, যার মধ্যে স্লোভাকিয়া অন্যতম প্রধান প্রতিবাদকারী ছিল। তবে গ্যাস সরবরাহ নিয়ে আশ্বাসের ভিত্তিতে দেশটি এখন নিষেধাজ্ঞা প্যাকেজের পক্ষে অবস্থান নিচ্ছে।
/anm-bengali/media/post_attachments/38633322-dd5.png)
তবে একইসঙ্গে ফিসো স্পষ্ট করে দিয়েছেন যে, ২০২৮ সালের ১ জানুয়ারির পর রাশিয়া থেকে গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব স্লোভাকিয়া সমর্থন করবে না। তার বক্তব্য, “স্লোভাকিয়া বাস্তবতা মেনে চলে। আমরা আমাদের দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে কোনও আপস করতে পারি না।”
এই ঘোষণার ফলে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পথ প্রশস্ত হলেও, ভবিষ্যতে জ্বালানি নীতিতে ঐকমত্যের চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত।
⚡️Slovakia will unblock the adoption of the EU’s 18th sanctions package against Russia, — Prime Minister Robert Fico.
— BLYSKAVKA (@blyskavka_ua) July 17, 2025
The country received written guarantees from the European Commission regarding gas prices and potential shortages.
At the same time, Fico stated that Bratislava… pic.twitter.com/h8deflGmZs
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us