New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার ইসরায়েলের ওপর নতুন করে মিসাইল হামলা চালালো ইরান। আজ এই বিষয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) এক বিবৃতিতে বলেছে, “ইরান থেকে ছোঁড়া এই ক্ষেপণাস্ত্রগুলি শনাক্ত হওয়ার পরেই, ইসরায়েলের অনেক জায়গায় সাইরেন বাজিয়ে দেশের জনগণকে সতর্ক করা হয়েছে।” এরপর তারা আরও জানায় যে,''এই হামলা ঠেকাতে দেশের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাই সক্রিয় করা হয়েছে। তবে সেইসাথে দেশের সমস্ত জনসাধারণকেও নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত।'' তবে ঠিক কতগুলি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, বা কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/RXzlTb2s6WZQKRbARpk2.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us