New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইকুয়েডরের প্রেসিডেন্টের গাড়িবহরে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে প্রেসিডেন্ট নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
সরকারি সূত্রে জানা গেছে, হামলার সময় প্রেসিডেন্টের কনভয় রাজধানী কুইটোর কাছে দিয়ে যাচ্ছিল। নিরাপত্তা রক্ষীরা দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য ও দায়ীদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ, এবং তদন্ত শুরু হয়েছে।
দেশজুড়ে প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
#BREAKING Ecuador president safe after apparent gun attack on motorcade: minister pic.twitter.com/TpOTQBLGQ2
— AFP News Agency (@AFP) October 7, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us