নৌকাডুবি! নিহত ২ ও নিখোঁজ ২০

তিউনিসিয়া ও ইতালির মধ্যে নৌকাডুবির ঘটনায় অন্তত দুই অভিবাসী নিহত ও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। নৌকাডুবির পর এনজিওর জাহাজ নাদির ২২ জনকে উদ্ধার করেছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kjjm

নিজস্ব সংবাদদাতাঃ তিউনিসিয়া ও ইতালির মধ্যে নৌকাডুবির ঘটনায় অন্তত দুই অভিবাসী নিহত ও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। রবিবার নৌকাডুবির পর এনজিওর জাহাজ নাদির ২২ জনকে উদ্ধার করেছে। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে তাদের অবতরণ করা হয় বলে রেসকিউশিপের অন্যতম ব্যবস্থাপক স্টেফেন সিফার্ট জানিয়েছেন। উদ্ধারের সময় জাহাজে উপস্থিত নাদিরের ক্যাপ্টেন ইঙ্গো ওয়ারথ বলেন, "নিহতদের মধ্যে আইভরি কোস্ট, মালি ও ক্যামেরুনের পুরুষ, নারী ও শিশু রয়েছে। এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করা হয়েছে এবং দু'জনের দেহ উদ্ধার করা হয়েছে।" তিনি বলেন, 'আমরা আরও মানুষকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমরা সফল হতে পারিনি।'