New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার লোহিত সাগরের ইয়েমেন উপকূলে, যুক্তরাজ্যের একটি জাহাজে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী। ওই জাহাজটিকে লক্ষ্য করে এই দুষ্কৃতীরা,লাগাতার গুলি ছোঁড়ে এবং রকেট প্রপেল্ড গ্রেনেড (RPG) নিক্ষেপ করে। যদিও এই ঘটনার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি।
এই বিষয়ে ব্রিটিশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা United Kingdom Maritime Trade Operations সেন্টার জানিয়েছে, ''হামলা হওয়ার পর জাহাজের সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি চালিয়েছে এবং এই সংঘর্ষ এখনও চলছে।'' এরপর তারা জানিয়েছে, “এই ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।” উল্লেখ্য আফ্রিকার জলদস্যু ও হুথি জঙ্গিরা এই অঞ্চলে ব্যাপক সক্রিয়।