নিজস্ব সংবাদদাতা: আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বৃহস্পতিবার এই রায় দেন বিচারপতি মহম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ।
এছাড়াও একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা মহম্মদ শাকিল আলমকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একটি ভাইরাল অডিও ক্লিপ থেকেই শুরু এই বিতর্ক। সেই ক্লিপে দাবি করা হয়, "২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছি"—এই বক্তব্য ঘিরেই আদালত অবমাননার মামলা দায়ের করা হয় শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/tHfnkbnkxuDEAa5sO0yg.webp)
গত ৩০ এপ্রিল ট্রাইবুনাল দুই অভিযুক্তকে ২৫ মে-র মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। তবে না হাজির হন শেখ হাসিনা, না তাঁর আইনজীবী। এমনকি পরবর্তী শুনানির দিন অর্থাৎ ১৯ জুনেও হাজিরা দেননি কেউ। ফলে ট্রাইবুনাল অ্যামিকাস কিউরি নিযুক্ত করে। এরপর ২৫ জুন চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে ২০০টিরও বেশি মামলা দায়ের হয়েছে। তবে এই প্রথম কোনও মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা পেলেন তিনি।