New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার নাইজেরিয়ার উত্তর-পূর্ব বর্ণো রাজ্যে, এক আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার পুলিশ। গত শুক্রবার রাতে কনডুগা এলাকার একটি রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে আজ নাইজেরিয়ার পুলিশ মুখপাত্র নাহুম দাসো জানিয়েছেন,''এই বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন এবং ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।'' যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন,এই হামলার দায় স্বীকার করেনি। তবে এই অঞ্চলটি বহুদিন ধরেই, বোকো হারাম ও ইসলামিক স্টেট অফ ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স-এর জঙ্গি হামলার শিকার হয়ে আসছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/IXevr0W6rvQJdMzQlekL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us