New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: কিশোর ক্যাম্পারদের বহনকারী একটি স্কুল বাস আমেরিকার আইডাহো শহরের মহাসড়কে উল্টে যায়। এর ফলে ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বাসে থাকা সকল কিশোরের বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে। বাসে থাকা শিক্ষার্থী ও কর্মী মিলিয়ে মোট ৩০ জন ছিল বলে জানা যাচ্ছে। আইডাহো রাজ্য পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
11 teens injured in U.S. road accident: Reports#Schoolbus#accident
— United News of India (@uniindianews) August 5, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us