নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের কিয়েভের শেভচেনকিভস্কি জেলার একটি আবাসিক ভবনে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। ২০০৬ সালে জন্ম নেওয়া এক কিশোরীর মৃতদেহ মুক্ত করেছেন উদ্ধারকারীরা।
/anm-bengali/media/media_files/hAL8f5YXgKyz65LxfHEf.jpg)
কিয়েভে গতকালের শত্রুতামূলক হামলার ফলে ৪ শিশুসহ ৩৩ জন নিহত হয়েছে, ১০ শিশুসহ ১২১ জন আহত হয়েছে এবং ১১ জনকে উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)