BREAKING: চার দশক ধরে আঘাত সহ্য করছি, এবার কঠোর পদক্ষেপ প্রয়োজন ছিল ! পানামায় পাকিস্তানের মুখোশ খুলে দিলেন শশী থারুর

কি বললেন কংগ্রেস নেতা শশী থারুর ?

author-image
Debjit Biswas
New Update
sashi tharoor editted .jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে পানামায় পাকিস্তানের মুখোশ খুলে দিলেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেন,''প্রায় চার দশক ধরে আমরা একের পর এক হামলার শিকার হচ্ছি। সেই ১৯৮৯ সালে কাশ্মীরে প্রথম সন্ত্রাসী আক্রমণ থেকে এটা শুরু হয়। এমন হামলায় বহু সাধারণ মানুষ নির্মমভাবে প্রাণ হারিয়েছেন।” এরপর তিনি বলেন,''আমরা শুধু কষ্ট, ক্ষতি, আর রক্তক্ষরণ সহ্য করেই চলেছি। এটা আর মেনে নেওয়া যায় না। তাই এবার আসল অপরাধীদের শনাক্ত করে ও তাদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।”

ihko2glc_pahalgam_160x120_22_April_25