সান দিয়েগোতে নৌকাডুবি, নিখোঁজ দুই ভারতীয় শিশু – হাসপাতালে মা-বাবা

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে নৌকাডুবির ঘটনায় প্রাণ গেল তিনজনের, নিখোঁজ নয়জন। এক ভারতীয় পরিবারের দুই শিশু নিখোঁজ, মা-বাবা চিকিৎসাধীন।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : সান দিয়েগোর কাছে টরি পাইন্স স্টেট বিচ এলাকায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় প্রাণ গেল তিনজনের, নিখোঁজ নয়জন। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

death

এই মর্মান্তিক দুর্ঘটনায় এক ভারতীয় পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। সান ফ্রান্সিসকোর ভারতীয় কনসুলেট এক টুইটে জানিয়েছে, সেই পরিবারের দুই শিশু এখনও নিখোঁজ, আর মা-বাবা চিকিৎসাধীন রয়েছেন সান দিয়েগোর স্ক্রিপস মেমোরিয়াল হাসপাতালে।

কনসুলেট জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা সেই ভারতীয় পরিবারকে সবরকম সাহায্য করছে। কনসুলেটের তরফে জানানো হয়েছে, “এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।”