New Update
/anm-bengali/media/media_files/2024/11/19/rqr38yzQsqeJ1l2KKdTv.webp)
নিজস্ব সংবাদদাতা : গত সপ্তাহে রাশিয়ার প্রত্যন্ত পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে আঘাত হেনেছিল বিগত এক দশকের সবথেকে ভয়াবহ ভূমিকম্প। আর এবার মনে করা হচ্ছে যে সেই ভূমিকম্পের ফলেই রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিন ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নামি সংবাদমাধ্যম উপগ্রহ চিত্রের মাধ্যমে এই তথ্যটি জানিয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/20/W8nz0DiRlQzxeKGSQjbr.jpg)
প্ল্যানেট ল্যাবস নামের একটি বাণিজ্যিক উপগ্রহ চিত্র সংস্থার তোলা ছবিতে দেখা যাচ্ছে, রাইবাচি সাবমেরিন ঘাঁটির একটি ভাসমান জেটি ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদপত্রে প্রকাশিত ছবিতে দেখা যায়, জেটির একটি অংশ তার মূল নোঙরস্থল থেকে ভেঙে আলাদা হয়ে গেছে। তবে, জেটি ছাড়া অন্য কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন উপগ্রহ চিত্রে দেখা যায়নি। যদিও এই বিষয়ে রাশিয়ার তরফ থেকেও কোনও সরকারি ঘোষণা এখনও অবধি করা হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us