তোরেৎস্কে ড্রোন ও আগ্নেয়াস্ত্রে রুশ সেনা নিহত

তোরেৎস্কে ফ্রন্টে এফপিভি ড্রোন ও ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রুশ সেনা নিধন: আজভ ব্রিগেড।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-18 6.58.46 AM

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যুদ্ধবিধ্বস্ত তোরেৎস্ক ফ্রন্টে, ১২তম “আজভ” ব্রিগেডের সেনারা একজন রুশ সৈন্যকে হত্যা করেছে। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, FPV (First Person View) ড্রোন ও ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এই সফল অভিযান চালানো হয়।

শত্রু সেনাটি অত্যন্ত কাছাকাছি এসে ইউক্রেনীয় বাহিনীর অবস্থানে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু, “আজভ” ব্রিগেডের পদাতিক ও ড্রোন চালকরা সমন্বিতভাবে কাজ করে তাকে নিরস্ত করে দেন। ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের ড্রোন ইউনিট ও ফ্রন্টলাইনের যোদ্ধারা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে শত্রু সেনাকে নিধন করেছে। এটি ছিল যৌথ প্রতিরক্ষা কৌশলের সফল প্রয়োগ।” তোরেৎস্ক অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এখনও উত্তপ্ত, এবং ইউক্রেনীয় সেনারা নিয়মিতভাবে শত্রুর অগ্রগতি ঠেকাতে নানা কৌশল গ্রহণ করছে।