পোল্যান্ডে রুশ ড্রোন বিস্ফোরণ নিশ্চিত

প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ ‘উস্কানি’।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: পোল্যান্ডের লুবলিন অঞ্চলে একটি রুশ ড্রোন বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কসিনিয়াক-কামিশ একে সরাসরি রাশিয়ার পরিকল্পিত উস্কানি বলে অভিযোগ করেছেন।

Gy0Q1ovWYAA8b9U

মন্ত্রী জানান, “ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যখন শান্তি আলোচনার আশা তৈরি হয়েছে, ঠিক সেই সময় রাশিয়ার এই ধরনের পদক্ষেপ স্পষ্টতই একটি প্ররোচনা। এর লক্ষ্য আঞ্চলিক অস্থিরতা তৈরি করা।”