নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ নিয়ে বিশ্ব জুড়ে চলছে জল্পনা। এরই মধ্যে জানা গিয়েছে, রাশিয়া পরবর্তী শান্তি সম্মেলনে অংশ নেবে না। এ সম্বন্ধে বিশেষ মন্তব্য করেছেন রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান মাইখাইলো হালুজিন।
তিনি শান্তি ফর্মুলাকে 'ডেড এন্ড অ্যান্ড আলটিমেটাম' বলে অভিহিত করেছেন এবং ইউক্রেন যুদ্ধ অবসানে 'অন্যান্য উদ্যোগ উপেক্ষা' করার বিষয়ে অভিযোগ করেছেন।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)