BREAKING: খামেনিকে হত্যা করা হলে চরম ফলাফল হবে ! এবার সরাসরি হুঁশিয়ারি দিল রাশিয়া

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : এবার ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে এক চরম বার্তা দিল রাশিয়া। ইরানে সরকার পরিবর্তন করা বা এমন একটি বিষয়ে কথাবার্তা বলাও যে কল্পনাতীত, তা কার্যত স্পষ্ট করে দিল রাশিয়া। আজ এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন,''যদি ইসরায়েল আমেরিকার সহায়তায় ইরানের নেতা খামেনিকে হত্যা করতে চায়, তাহলে রাশিয়া তার বিরুদ্ধে খুবই নেতিবাচক প্রতিক্রিয়া জানাবে।'' এরপর তিনি বলেন, “এরকম ঘটনা ঘটলে তা ইরানের ভেতর থেকেই এক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করবে, এবং এতে চরমপন্থার জন্ম হবে। তাই যারা এই হত্যার কথা বলছেন, তাদের এটা মাথায় রাখা উচিত যে, এই বিষয়টি গোটা অঞ্চলের জন্য বিপদ ডেকে আনবে।”

Iran israel