New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার আজারবাইজানের সঙ্গে ফের একবার নতুন করে সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা শুরু করলো রাশিয়া। সূত্র মতে এই বিষয়ে আজারবাইজানকে বিশেষভাবে অনুরোধ করেছে ক্রেমলিন। আজারবাইজানের সঙ্গে রাশিয়ার যাবতীয় ঝামেলার শুরু হয় ঠিক গত সপ্তাহে, যখন রাশিয়ায় পুলিশের মারের চোটে দুই জাতিগত আজারি নাগরিক মারা যান। এরপর আজারবাইজানও পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার দুই জন রাষ্ট্রীয় সাংবাদিক ও আরও প্রায় ১৫ জন রাশিয়ান নাগরিককে মাদক পাচার ও সাইবার অপরাধের অভিযোগে গ্রেপ্তার করে। তবে এই বিষয়ে রাশিয়ার অভিযোগ, কিছু শক্তি দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। তাই সবকিছু ভুলে ফের একবার আজারবাইজানকে বন্ধুত্বের আবেদন জানালো রাশিয়া।