New Update
নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডের মুখপাত্র ইউরি ইহনাত দাবি করেছেন যে, গত রাতে রাশিয়ার হামলায় বেশ কয়েকটি শাহেদ ড্রোন বেলারুশের দিক থেকে ইউক্রেনে উড়ে এসেছে। তিনি বলেন, ''রাশিয়া ক্রমাগত নতুন নতুন পথ তৈরি করছে এবং মাঝে মাঝে বিদেশি আকাশসীমাও ব্যবহার করছে।'' এছাড়াও ইহনাত জানান যে,''এটিই প্রথমবার নয় যে রাশিয়ার ড্রোন বা ক্ষেপণাস্ত্র বিদেশী সীমানা লঙ্ঘন করেছে। এর আগে মলদোভা এবং রোমানিয়ার আকাশসীমাও লঙ্ঘিত হয়েছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us