ধ্বংস হয়ে গেল ইউক্রেনীয় ফুটবলারের বাড়ি ! রাশিয়ার হামলায় জ্বলছে ইউক্রেন

রাশিয়ার হামলায় পর্যুদস্ত ইউক্রেন।

author-image
Debjit Biswas
New Update
Zelenskyy Putin

নিজস্ব সংবাদদাতা : গতকাল রাতে ফের একবার ইউক্রেনে এক ভয়াবহ হামলা চালায় রাশিয়া। আর রাশিয়ার এই হামলায় এবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল ইউক্রেনীয় ফুটবলার হোরহি সুদাকভের বাড়ি। ইউক্রেনের জাতীয় দলের ফুটবলার এবং শাখতার দোনেৎস্কের সাবেক মিডফিল্ডার হোরহি সুদাকভের বাড়িতে, রাশিয়ার বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওনার বাড়ির একটি বড় অংশই ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। সারা বিশ্বে এই ঘটনার তীব্র নিন্দা করা হচ্ছে। 

missile attack