নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে নিজেদের আক্রমণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রাশিয়ার এই ভয়াবহ আক্রমণের ফলে বেশিরভাগ ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এক তীব্র সংকটের সৃষ্টি হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের চুহুইভ শহরে ১০টিরও বেশি হামলা হয়েছে। শহরের মেয়র গালিনা মিনায়েভা ফেসবুক পোস্টে জানিয়েছেন, এই হামলার ফলে কার্যত সমস্ত জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভের আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা জানিয়েছে, করিউকিভকা জেলায় একটি বিদ্যুৎ পরিকাঠামোকে লক্ষ্য করে এক ভয়াবহ হামলার পর প্রায় ১৭,০০০ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ''রাশিয়া মোট ১৬৪টি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায়। এর মধ্যে প্রায় ১৩৬টি ড্রোনকে প্রতিহত করা সম্ভব হলেও, বাকি ২৭টি ড্রোন ১২টি স্থানে আঘাত হানে।''
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের প্লেসচিভকা (Pleshchiivka) গ্রামটি দখল করে নিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us