New Update
/anm-bengali/media/media_files/2oQC2Dko3sx14N26H5XA.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ফের ইউক্রেনের (Ukraine) দোনেৎস্ক (Donetsk) শহরে গোলাবর্ষণ হয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলার ফলে এখনও পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও আহত হয়েছেন ১১ জন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। স্বঘোষিত ডোনেটস্ক পিপলস রিপাবলিক-এর প্রধান ডেনিস পুশিলিন এই হামলার বিষয়ে জানিয়েছেন। হামলার ফলে দোনেৎস্কতে ২৪ টি আবাসিক বাড়ি এবং ১০ টি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, চলমান যুদ্ধে (War), ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া (Russia)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us