New Update
/anm-bengali/media/media_files/SgMsB6GAFarlpFjK5mjP.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার হামলার ফলে ইউক্রেনের পরিস্থিতি প্রত্যেকদিন খারাপ হচ্ছে। এবার ক্রিভি রিহতে বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, বিস্ফোরণের ফলে বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে ক্রিভি রিহতে। তবে এখনও ক্রিভি রিহতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেন জুড়ে রাশিয়ান বাহিনী হামলা চালিয়ে গেলেও হার মানতে নারাজ ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের দিকে দিকে রাশিয়ান বাহিনীর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনীও। ফলে রাশিয়ান বাহিনীতে মৃত্যু মিছিল লেগেই রয়েছে বলে জানা যাচ্ছে।
⚡️Explosions are heard in Kryvyi Rih subscribers report. We are waiting for official information.
— FLASH (@Flash_news_ua) June 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us