BREAKING: দীর্ঘ বৈঠকেও মিললো না কোনও সমাধান ! ফের বৈঠকে বসতে রাজি রাশিয়া-ইউক্রেন

কি সিদ্ধান্ত হল রাশিয়া-ইউক্রেন বৈঠকে ?

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা - দীর্ঘ টানাপোড়েনের পর আজ অবশেষে তুরস্কতে ইউক্রেন-রাশিয়া শান্তি বৈঠক সম্পন্ন হয়। কিন্তু দীর্ঘক্ষণ ধরে বৈঠক চলার পরেও এই বৈঠকে কোনও সমাধান মিললো না। এই বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিরদান জানিয়েছেন, ''ইউক্রেন ও রাশিয়া নীতিগতভাবে ফের বৈঠকে বসতে সম্মত হয়েছে।'' এই বৈঠকে কোনও সমাধান না বেরিয়ে এলেও এই বৈঠকটি অবশ্যই কিছুটা আশার আলো দেখিয়েছে। এই বিষয়ে তিনি বলেন,'' এই বৈঠকটি একটি ইতিবাচক অগ্রগতি, যা শান্তি প্রতিষ্ঠার পথে যথেষ্ট সহায়ক হতে পারে।"

v