রাশিয়া-ইউক্রেন নতুন শান্তি আলোচনা

জানালেন জেলেনস্কি।

author-image
Aniket
New Update
putin zelensky

নিজস্ব সংবাদদাতা:  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন, চলমান যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেন আগামী বুধবার নতুন এক দফা শান্তি আলোচনায় বসবে।

এর আগে ইস্তাম্বুলে দুই দফা শান্তি আলোচনা হলেও সেগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

Zelenskyy struggles with resources and morale as the war revitalizes Putin

জেলেনস্কি জানিয়েছেন, "আমরা শান্তির পথেই বিশ্বাস রাখি, তবে তা হতে হবে ন্যায়বিচার ও সার্বভৌমত্বের ভিত্তিতে।"

বিশ্লেষকরা মনে করছেন, এই আলোচনা যুদ্ধ থামাতে না পারলেও, কূটনৈতিক প্রচেষ্টার নতুন দিক উন্মোচন করতে পারে।