দোনেৎস্কের কস্ত্যন্তিনিভকায় ভয়াবহ ড্রোন হামলা চালালো রাশিয়া ! নিহত ২, আহত ৩

ফের ইউক্রেনে হামলা চালালো রাশিয়া।

author-image
Debjit Biswas
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : আজ ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কস্ত্যন্তিনিভকা শহরে এক ভয়াবহ রুশ ড্রোন হামলার ফলে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩ জন আহত হয়েছেন বলে জানালেন সেখানকার সামরিক চিকিৎসা প্রশাসনের প্রধান সের্হি হর্বুনভ ।

হর্বুনভ জানান,''রাশিয়ার ফার্স্ট পারসন ভিউ (FPV DRONE) ড্রোন হামলার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে এই হামলা ঠিক কোন স্থানে বা কোন স্থানগুলিকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।''

Drone

রাশিয়ার এই ব্যাপক হামলার ফলে ইতিমধ্যেই এই অঞ্চলের স্থানীয়দের মধ্যে এক ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।