তিন বছরের যুদ্ধে নজিরবিহীন বন্দি বিনিময়, দুই দেশেই ফিরলেন ৩০৭ জন!

তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার ঘটল নজিরবিহীন ঘটনা। একে অপরের ৩০৭ জন করে যুদ্ধবন্দিকে মুক্তি দিল দুই দেশ। যুদ্ধের মাঝে এই মানবিক পদক্ষেপ নজর কাড়ছে গোটা বিশ্বের।

author-image
Debapriya Sarkar
New Update
russia and ukraine

নিজস্ব সংবাদদাতা : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে শনিবার ঘটল এক ঐতিহাসিক ঘটনা। দু’দেশই একে অপরের ৩০৭ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে—যা এই তিন বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে সবচেয়ে বড় বন্দি বিনিময় বলেই মনে করা হচ্ছে।

Ukraine

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি বন্দি বিনিময়ের দ্বিতীয় দিন ছিল। আগের দিনও একইভাবে শত শত বন্দি মুক্তি পেয়েছিল। এই দুই দিনে প্রায় ১,২০০ জন বন্দি ঘরে ফিরলেন পরিবার-পরিজনের কাছে। এই বন্দি মুক্তিকে যুদ্ধক্ষেত্রে একটি মানবিক মুহূর্ত বলেই দেখছে আন্তর্জাতিক মহল। তবে যুদ্ধ থেমে নেই—তার মাঝেই চলেছে এই বন্দি বিনিময়ের উদ্যোগ।