নিজস্ব সংবাদদাতা : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে শনিবার ঘটল এক ঐতিহাসিক ঘটনা। দু’দেশই একে অপরের ৩০৭ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে—যা এই তিন বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে সবচেয়ে বড় বন্দি বিনিময় বলেই মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/2025/01/19/1000144105.jpg)
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি বন্দি বিনিময়ের দ্বিতীয় দিন ছিল। আগের দিনও একইভাবে শত শত বন্দি মুক্তি পেয়েছিল। এই দুই দিনে প্রায় ১,২০০ জন বন্দি ঘরে ফিরলেন পরিবার-পরিজনের কাছে। এই বন্দি মুক্তিকে যুদ্ধক্ষেত্রে একটি মানবিক মুহূর্ত বলেই দেখছে আন্তর্জাতিক মহল। তবে যুদ্ধ থেমে নেই—তার মাঝেই চলেছে এই বন্দি বিনিময়ের উদ্যোগ।
Russia and Ukraine exchanged 307 POWs from each country on Saturday, the Russian defence ministry said, on the second day of the biggest prisoner swap in more than three years of conflict ➡️ https://t.co/tOAHR6pq1Ipic.twitter.com/kqvyjFMptO
— AFP News Agency (@AFP) May 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us