চীন-ভারতের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় তুলতে রাশিয়া

পুতিন জানালেন, প্রযুক্তিনির্ভর সহযোগিতা বাড়িয়ে শক্তি, মহাকাশ, কৃষিসহ বহু ক্ষেত্রে চীন ও ভারতের সঙ্গে যৌথ প্রকল্প আরও বিস্তৃত করবে রাশিয়া।

author-image
Aniket
New Update
Putin

File Picture

নিজস্ব সংবাদদাতা: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চীন ও ভারতের সঙ্গে রাশিয়ার সহযোগিতা নতুন এক গুণগত মাত্রায় নিয়ে যেতে চান তিনি। বিশেষ করে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শক্তি, শিল্প, মহাকাশ, কৃষি ও অন্যান্য খাতে যৌথ প্রকল্প আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য।

পুতিন বলেন, “চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমাদের অর্থনৈতিক ইস্যুতে গভীর আলোচনা চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আসন্ন বৈঠকে আমরা এসব বিষয় বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে ভারতীয় পণ্যের রুশ বাজারে আমদানি বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে।” তিনি আরও জানান, বহুপাক্ষিক প্রকল্প ও কৌশলগত সহযোগিতা বাড়ানোই আগামী দিনের মূল ফোকাস, যাতে তিন দেশের অর্থনীতি আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারে।