ইউক্রেনের আকাশ ঢেকে দিল ৮০০-র বেশি ড্রোন,১৩টি মিসাইল ! বড় চাল চেলে দিল রাশিয়া

রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
Putin

নিজস্ব সংবাদদাতা : ফের একবার ইউক্রেনে এক বড় ধরণের হামলা চালালো রাশিয়া। গতকাল ইউক্রেনের আকাশ ঢেকে দিল রাশিয়ার ৮০০-র বেশি ড্রোন এবং ১৩টি মিসাইল। এই হামলায় চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়েছিল। রাশিয়ার এই হামলায় কিয়েভে একজন শিশুসহ মোট দুইজন নিহত হয়েছেন। এছাড়াও একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে এবং ইউক্রেনের মন্ত্রিপরিষদের সদর দপ্তরে ভয়াবহ আগুন লেগেছে। এই বিষয়ে জেলেনস্কি বলেন,''যখন সত্যিকারের কূটনীতি শুরু হতে পারতো তখন এই ধরনের হত্যাকাণ্ড আসলে যুদ্ধ দীর্ঘায়িত করার একটি চেষ্টা।'' 

Zelensky