আলটিমেটামের কাছে মাথা নত করে না ভারত ! ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে কড়া বার্তা দিল রাশিয়া

কি বার্তা দিল রাশিয়া ?

author-image
Debjit Biswas
New Update
modi putinq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার মার্কিন শুল্কনীতির কড়া সমালোচনা করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। ভারত এবং চীনের মতো "প্রাচীন সভ্যতাগুলি কখনোই আমেরিকার হুমকির কাছে মাথা নত করবে না,আজ এমনটাই দাবি করলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "চীন এবং ভারত উভয়ই প্রাচীন সভ্যতা। এখন তাদের সাথে যদি এমন ভাষায় কথা বলা হয় যে,'আমি যা পছন্দ করি না,তোমরা তা করা বন্ধ কর, নয়তো আমি তোমাদের উপর শুল্ক আরোপ করব', তাহলে এটি ওদের ক্ষেত্রে কাজ করবে না।"

russian foreign minister

এরপর রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারত ও চীনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক ব্যবহারের বিষয়ে লাভরভ বলেন,''ওয়াশিংটনের এই শুল্ক আরোপের সিদ্ধান্ত কেবল এই দেশগুলির অর্থনৈতিক কল্যাণকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং তাদের জন্য একটি গুরুতর অসুবিধা সৃষ্টি করছে। এখন তাদের নতুন বাজার, নতুন শক্তির উৎস খুঁজতে হচ্ছে এবং তারা উচ্চ মূল্য দিতে বাধ্য হচ্ছে।"