BREAKING: করাচিতে যৌথভাবে স্টিল মিল স্থাপন করছে রাশিয়া-পাকিস্তান ! ভুয়ো খবর বললো রাশিয়া

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
modi putinq1.jpg

নিজস্ব সংবাদদাতা : করাচিতে রাশিয়া-পাকিস্তান যৌথভাবে স্টিল মিল স্থাপনের বিষয়ে, পাকিস্তানি সংবাদমাধ্যমে সদ্য প্রকাশিত একটি খবরকে ‘সম্পূর্ণ ভুয়ো’ বলে উড়িয়ে দিল রাশিয়া। সম্প্রতি একটি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিশেষ সহকারী হারুন আখতার খান ও রুশ প্রতিনিধি ডেনিস নজারুফের মধ্যে এই উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে বলে দাবি করে পাকিস্তানের বেশকিছু সংবাদমাধ্যম। তবে মস্কো সূত্র জানায়, আলোচনায় কিছু বিষয় উঠলেও “মাল্টি বিলিয়ন ডলারের” কোনো চুক্তিই আদতে হয়নি। পাশাপাশি এই বিষয়টিকে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ করার জন্য একটি চক্রান্ত বলেও মনে করছে মস্কো। এই বিষয়ে রাশিয়ার বক্তব্য, “এটি একটি নিছক গুজব ও একটি ভিত্তিহীন খবর।”

Putin