BREAKING: ইউক্রেনের F-16 বিমান ধ্বংস করলো রাশিয়া ! নিহত পাইলট

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার ভোররাতে ইউক্রেনে এক বড়মাপের এয়ার স্ট্রাইক করে রাশিয়া। আর এই হামলায় এবার ইউক্রেনের একটি F-16 বিমানকেও ধ্বংস করলো রাশিয়া। এই F-16 বিমান ধ্বংস হওয়ার সাথে সাথে, ওই বিমানের পাইলটও এই হামলায় নিহত হয়েছেন। এই বিষয়ে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, ''এই যুদ্ধ চলাকালীন এই নিয়ে তিনটি F-16 বিমান ধ্বংস করলো রাশিয়া।'' রাশিয়ার এই হামলা ইউক্রেনে চলমান যুদ্ধে আরও উত্তেজনার সৃষ্টি করেছে।

F16