New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ রবিবার ভোররাতে ইউক্রেনে এক বড়মাপের এয়ার স্ট্রাইক করে রাশিয়া। আর এই হামলায় এবার ইউক্রেনের একটি F-16 বিমানকেও ধ্বংস করলো রাশিয়া। এই F-16 বিমান ধ্বংস হওয়ার সাথে সাথে, ওই বিমানের পাইলটও এই হামলায় নিহত হয়েছেন। এই বিষয়ে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, ''এই যুদ্ধ চলাকালীন এই নিয়ে তিনটি F-16 বিমান ধ্বংস করলো রাশিয়া।'' রাশিয়ার এই হামলা ইউক্রেনে চলমান যুদ্ধে আরও উত্তেজনার সৃষ্টি করেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/08/8X5Unlvu3Gnrcoe4cKn7.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us